সোমবার, জানুয়ারী ২০

নাজিরপুরে ফার্মেসী মালিকের বিরুদ্ধে জ্বর মাপার কথা বলে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা

0

বাংলাদেশ থেকে পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে জ্বর মাপার কথা বলে ফার্মেসীর ভীতর নিয়ে ডেকে নিয়ে এক গৃহবধুকে (২১) ধর্ষনের চেষ্টার অভিযোগে ফার্মেসী মালিক রবীন্দ্র নাথ দাসের (৩৫) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার (৩০নভেম্বর) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যুবরাজ ফার্মেসীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবীন্দ্র নাথ দাস উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের রাম চন্দ্র দাসের ছেলে। তারা স্বপরিবারে উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের জয়পুর কালিবাড়িতে থাকে। আর ভুক্তভোগী গৃহবধু উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের এক শ্রমিকের স্ত্রী। থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধু ওই দিন দুুপুরে ডাক্তার দেখাতে ওই ফার্মেসীতে আসেন। এ সময় ওই গৃহবধুর স্বামী তাকে ওই দোকানে রেখে ফেলে আসা মানিব্যাগ আনতে শ্রীরামাকাঠী বাজারে যান। এ সুযোগে ফামের্সী মালিক রবীন্দ্র নাথ দাস ওই গৃহবধুকে ফার্মেসীর
পিছনের কক্ষে ডেকে নিয়ে রুগী দেখার চৌকিতে শুইতে বলে। পরে থার্মমিটারের মাধ্যমে জ্বর মাপার কথা বলে তাকে তার গায়ের
কাপড় খুলে তাকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধু তার সভ্রম বাঁচাতে চিৎকার করে সেখান থেকে বেড়িয়ে যান। এ সময় ওই গৃহবধুর চিৎকারে স্থাণীয়রা এগিয়ে আসলে ওই ফার্মেসী মালিক দৌঁড়ে পালিয়ে যায়। থানার অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share.