নাটোরে প্রাণ গেল ইজিবাইক চালকের: গ্রেফতার ৪

0

বাংলাদেশ থেকে নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে নতুন ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ইজিবাইক চালক খোরশেদ আলম মিলনকে (৩২) শ্বাসরোধে হত্যা করা হয়। পূর্বপরিকল্পনা করেই চালক মিলনকে ২৫০ টাকায় ভাড়া মিটিয়ে তার ইজিবাইকে যাত্রীবেশে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে হত্যা ও ইজিবাইক ছিনতাই করে ছিনতাইকারীরা। পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ লাইনসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এমন তথ্য তুলে ধরেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। গ্রেফতারকৃতরা হল, নাটোরের লালপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের নাজমুল হোসেনের ছেলে সজিব হোসেন (১৯), আরজ আলীর ছেলে রবিউল ইসলাম (২৩), নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার আসাদুল মিস্ত্রির ছেলে মেহেদী হাসান(২২), দস্তানাবাদ এলাকার মৃত সৈয়দ আহম্মেদের ছেলে সাগর আলী (৪০)। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের ফখরুল ইসলামের ছেলে খোরশেদ আলম মিলন একটি নতুন ইজিবাইক কিনে ভাড়া খেটে জীবিকা নির্বাহ করছিল। অভিযুক্তরা তার পূর্ব পরিচিত হওয়ায় তারা মিলনকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনামত গত ১৪ মে ইজিবাইকচালক মিলনকে ২৫০ টাকা ভাড়া দেওয়ার কথা তার ইজিবাইক ভাড়া করে। পরে গ্রেফতারকৃত সজিব হোসেন, মেহেদী হাসান, রবিউল ইসলাম, সাগর আলী যাত্রীবেশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে লালপুর উপজেলার ঘাটচিলান এলাকায় যায়। সেখানে ছিনতাইকারীরা নির্জন স্থানে আখের জমিতে মিলনকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। পরে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। অভিযান প্রথমে সজিবকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে বাকী তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

 

 

Share.