নামাশ্যামপুর বটতলা ওয়াসা পানির পাম্পে সামনে থেকে বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

0

ঢাকা অফিস: কদমতলী থানাধীন নামাশ্যামপুর বটতলা ওয়াসা পানির পাম্পের সামনে থেকে অজ্ঞাতনামা(৬০)বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার(১৬ ফেব্রুয়ারি) মধ্য রাতের দিকে এই ঘটনাটি ঘটে।পুলিশ মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কদমতলী থানার পুলিশের উপ -পরিদর্শক (এসআই) মোছাঃ জিনাত রেহানা জানান, আমরা খবর পেয়ে নামাজশংকর বটতলা ওয়াসা পানির পাম্পের সামনে থেকে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান,নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকজনের মুখে জানতে পেরেছি ১০-১২ দিন পূর্বে ওই এলাকায় তিনি আসেন পাগল প্রকৃতির ছিল। আমাদের ধারণা অসুস্থ জনিত কারণেই তার মৃত্যু হয়েছে।তবুও মনতন্ত্র প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ও আমরা ক্রাইম সিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

Share.