সোমবার, ডিসেম্বর ২৩

নারীর টানে গিয়েছিলেন বাড়ি ঈদ শেষে জীবিকার তাগিদে ফিরছে মানুষ ঢাকায়

0

ঢাকা অফিস: নারীর টানে গিয়েছিলেন বাড়ি, প্রিয়জনের সঙ্গে করলেন ঈদ উদযাপন। জীবিকার তাগিদে ভালোবাসার বন্ধন, প্রিয়জনের সঙ্গ ছেড়ে  ফিরছে মানুষ ঢাকা। তবে ঈদের চতুর্থ দিনে বৃহস্পতিবার সকালে ট্রেনে ঢাকাগামী যাত্রীদের তেমন চাপ ছিল না। চাকরিজীবী অনেকেই পরিবার পরিজনদের গ্রামের বাড়িতে রেখে একাই ফেরায় চাপ কম বলে জানান যাত্রীরা। ফলে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরে খুশি তারা।  বুধবার (১৯ জুন) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো খুললেও যারা টানা ছয়দিন ছুটি পেয়েছেন তারা রাজধানীতে ফিরছেন আজ। ফলে শুনশান নীরবতা ও প্রশান্তি ভেঙে যানজট, কোলাহল, গাড়ির হর্ন, সেই চিরচেনা রুপে ফিরতে শুরু করেছে ব্যস্ত রাজধানী শহর ঢাকা।

Share.