বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

নারীর মাথা মগডালে ঝুলছে

0

ঢাকা অফিস: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং পাহাড়ি এলাকা থেকে দুই গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মাথার খুলি (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার মাথাটি দেহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আজ রোববার বাংলাদেশ সময় দুপুরে ঝুলন্ত অবস্থায় ওই মাথাটি উদ্ধার করে পুলিশ। চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সিআইডির ক্রাইম সিন দলের ভাষ্য, আনুমানিক তিন মাস আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথাটি দুই গাছের মগডালে ঝুলিয়ে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা।‌ ‘উদ্ধার খুলি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নারীর। তবে ওই নারীর বয়স কত হবে এবং তার বাড়ি কোথায় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই অবস্থায় সিআইডির ক্রাইম সিন দলের সদস্যরা নানা আলামত সংগ্রহ করেছেন পরীক্ষা-নিরীক্ষা করতে ল্যাবে পাঠানোর জন্য।’

Share.