স্পোর্টস রিপোর্ট: অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বর্তমানে ভারতের ব্যাটাররা রান তুলতে ব্যস্ত। সরশেষ খবর অনুযায়ী, চার ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ২৩ রান। আজ রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ ম্যাচে দুই দলই দারুণ আত্মবিশ্বাসী। সারা টুর্নামেন্ট জুড়েই দারুণ পারফর্ম করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বে ধারাবাহিক জয়ের মাধ্যমে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। অন্যদিকে ভারতও সমানভাবে ফাইনালে উঠেছে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও কার্যকর বোলিং আক্রমণ যে কোনো প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ।
নারী এশিয়া কাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ
0
Share.