ঢাকা অফিস: সাইবার অপরাধ মামলায় পৌরসভার নবনির্বাচিত এক কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শফিকুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ১৮ মার্চ সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে এই গ্রেপ্তারি পরোয়ানা সখীপুর থানায় আসে। বিষয়টি নিশ্চিত করছেন সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির।জানা যায়, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সখীপুর পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে শফিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুল ওয়ারেসের পক্ষে প্রচারে অংশ নেন তাহমিনা পারভীন মিনা। নির্বাচনে শফিকুল বিজয়ী হলে তার নেতৃত্বে একজন পুরুষকে শাড়ি পরিয়ে তাহমিনা আক্তার সাজিয়ে এবং একজন নারীকে পুরুষ সাজিয়ে তাহমিনার স্বামী সাজিয়ে ব্যঙ্গাত্মক মিছিলের মাধ্যমে উল্লাস করে। এ সময় মিছিলকারীরা কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেন। মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচারও করা হয়।একজন নারীকে নিয়ে এমন অশোভন কর্মকাণ্ডে উপজেলাসহ দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে গত ৮ ফেব্রুয়ারি সখীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে ওই কাউন্সিলরকে প্রধান আসামি করে মামলা করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়। পরে আদালত কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার বাদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা বলেন, নির্বাচনে আমার ভাশুরের ছেলের পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় শফিকুল ও তার সমর্থকেরা আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপপ্রচার চালায়। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, কাউন্সিলরসহ আসামিরা পালিয়ে বেড়াচ্ছেন। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর শফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, কাউন্সিলর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া বিষয়টি সমঝোতা করার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।
নারী চেয়ারম্যানকে ব্যঙ্গ করে মিছিল, কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
0
Share.