নারী ফুটবলার নিবন্ধনের সময় বাড়লো

0

স্পোর্টস ডেস্ক: দেশের ফুটবলে এমনিতেই অনিয়মিত নারী ফুটবল লীগ। যে কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভাল ফল করলেও ঘরের ফুটবল থেকে আয় করার তেমন একটা সুযোগ পান না নারী ফুটবলাররা। দীর্ঘদিন পর নারী ফুটবল লীগ শুরু হতে গেলেও জাতীয় দলের অনেক ফুটবলারই ক্লাব পাননি। ক্লাবগুলোর দাবিতেই ফুটবলার নিবন্ধনের সময় বাড়িয়েছে বাফুফে। এবারের নারী ফুটবল লীগ জানুয়ারির শেষ দিকে শুরু হবার কথা থাকলেও বিভিন্ন কারণে পিছিয়ে যায়। তবে ঠিক কবে নাগাদ লীগটি শুরু হবে তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছে না বাফুফে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা ক্লাবগুলোর খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। এই সময়ের মধ্যে ক্লাবগুলো চাইলে খেলোয়াড় নিবন্ধন বা পরিবর্তন করতে পারবে। তবে বিজ্ঞপ্তিতে বাফুফে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে লীগ শুরুর কথা জানালেও তারিখ জানায়নি।

Share.