বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগের দুটি নম্বর দিলো পুলিশ

0

ঢাকা অফিস: আন্দোলনের নামে নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য চেয়ে জরুরি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে তারা। বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় এসব জানানো হয়। অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তথ্য দেওয়ার জন্য ০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩ এই দুটি নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়। পুলিশ জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। খুদে বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন।

Share.