বিনোদন ডেস্ক: অভিনেতা জায়েদ খানকে সবাই চলচ্চিত্রের নায়ক হিসেবেই চেনেন। এবার তিনি আত্মপ্রকাশ করছেন গায়ক হিসেবে। নিজের গাওয়া প্রথম গানটির রেকর্ডও এরইমধ্যে তিনি শেষ করেছেন। গানের শিরোনাম ‘মুই বরিশাইল্লা’। এতে প্রতীক হাসানের সঙ্গে কন্ঠ মিলিয়েছেন জায়েদ খান। গানটির পরিচালক শাহরিয়ার রাফাত। জানা গেছে, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ‘ফরচুন বরিশাল’ দলের থিম সং হিসেবে এই গানটি ব্যবহৃত হবে। বরিশালের আঞ্চলিক ভাষার মিশ্রণে করা হয়েছে এটি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগেই প্রকাশ পাবে গানটি। অভিনেতা হিসেবে পরিচিতি পাওয়ার পর এই প্রথম গান গাইলেন জায়েদ খান। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টুকটাক গান গাইতেন। বরিশাল বিভাগের পিরোজপুরের ছেলে হওয়ায় ‘মুই বরিশাইল্লা’ গানটিতে কণ্ঠ দেয়ার প্রস্তাব পান জায়েদ খান। নিজের আঞ্চলিক ভাষার গানে কণ্ঠ দেয়ার সে প্রস্তাব ফেলতে পারেননি। জায়েদ খান বলেন, ‘এটাই আমার প্রথম গাওয়া গান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গান চর্চা করতাম। কিন্তু অভিনয়ে এসে আর গান করা হয়নি। এই গানটি সুর করার পর সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বরিশালের অংশটুকু আমাকে গাইতে অনুরোধ করেন। আমিও রাজি হয়ে গেলাম। আশা করছি, গানটি সাড়া ফেলবে।’সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, ‘আমার মনে হয়েছে, জায়েদ ভাইয়ের কণ্ঠে গানটা দারুণ মানাবে। কারণ সুর করার পর তাকে দিয়ে গাইড ভয়েস দিয়েছিলাম। তখন শুনে মনে হয়েছে, গানটার জন্য এই কণ্ঠটাই সেরা।’২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আবির্ভাব ঘটে জায়েদ খানের। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও কাজ করছেন। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন জায়েদ খান।
নায়ক জায়েদ খান এবার গায়ক
0
Share.