বুধবার, জানুয়ারী ২২

নায়ক-নায়িকাদের ফেসবুক হ্যাক করে টাকা আদায় করতো তারা

0

ঢাকা অফিস: সিনেমার নায়ক-নায়িকাদের ফেসবুক আইডি হ্যাক করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অর্থ আদায়কারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-২। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

Share.