নায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ

0

বিনোদন ডেস্ক:  ঢাকাই ছবির এক সময়ের আলোচিত নায়িকা একার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ রোববার (১ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। হাতিরঝিল থানায় হত্যার উদ্দেশ্যে মারধর ও মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিন দিন করে ছয় দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। আর একার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গতকাল শনিবার (৩১ জুলাই) নায়িকা একার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় দুটি মামলা হয়েছে। তার গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাদী হয়ে একটি মামলা করেন। আরেকটি মামলা হয় তার বাসায় মাদক পাওয়ার অভিযোগে। যেটি পুলিশ বাদী হয়ে করেছে।১৯৯৮ সালে ‘রঙিন রাখাল রাজা’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে চিত্রনায়িকা একার। তিনি ১৯৯৯ সালে কাজী হায়াতের ‘ধর’ ও ‘তেজি’ ছবির জন্য তুমুল জনপ্রিয়তা পান। দুটি ছবিতেই তার নায়ক ছিলেন প্রয়াত মান্না।

Share.