না ফেরার চলে গেলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক

0

স্পোর্টস ডেস্ক: না ফেরার বাংলাদেশের চলে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-করিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রেজা-ই-করিম দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বাংলাদেশে স্বাধীনতা পরর্বতী যে কয়জন ক্রিকেটকে পুনর্গঠনে ভূমিকা রেখেছেন, তিনি ছিলেন তাদের অন্যতম। তাই রেজা-ই-করিমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে।  বাংলাদেশের ক্রিকেটের পুনর্জাগরণে তার অবদান ছিল অসামান্য। ১৯৭৪-৭৫ সাল পর্যন্ত তৎকালীন বিসিসিবির প্রথম শ্রেণির লিগ ও টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬-৭৭ সালে যখন ক্রিকেট বোর্ডের প্রথম গঠনতন্ত্র প্রনয়ন হয়, তখন ছিলেন বোর্ডের সাধারণ সম্পাদক। রবিবার বাদ জোহর রেজা-ই করিমের জানাজা অনুষ্ঠিত হবে তেজগাঁও মনিপুরী পাড়ার বাইতুশ শরফ মসজিদে। তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

Share.