নিউইয়র্কে ওষুধের দোকানে করোনা পরীক্ষার অনুমতি

0

ডেস্ক রিপোর্ট:  যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে দেশটিতে সবচেয়ে বেশি করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। সেখানকার হাসপাতালগুলোতে রোগীর সংকুলান হচ্ছে না, এমনকি করোনা পরীক্ষা করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো ঘোষণা দিয়েছেন এখন থেকে করোনা পরীক্ষা করা যাবে ফার্মেসি বা ওষুধের দোকানেও। এ বিষয়ে আরও বলা হয়, নিউইয়র্কের গভর্নর বলেন, এখন থেকে রাজ্যের পাঁচ হাজার ফার্মেসি করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করতে পারবে। যার ফলে প্রতিদিন ৪০ হাজার মানুষ করোনা পরীক্ষা করতে পারবে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ লাখ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫৩ হাজার ৭৫১ জনের। মৃতদের তিন ভাগের একভাগই নিউইয়র্ক শহরের। শনিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর কুওমো বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য আরও চারটি সরকারি হাসাপাতালে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র ফার্মেসিগুলোকে অনুমোদন দেয়া হয়েছে, যাতে তারা করোনার পরীক্ষা চালাতে নমুনা সংগ্রহ করতে পারে।

Share.