সোমবার, জানুয়ারী ২০

নিউজিল্যান্ডের মতো সিঙ্গাপুরেও মসজিদে হামলার ভয়াবহ পরিকল্পনা

0

ডেস্ক রিপোর্ট:  সিঙ্গাপুরে দুটি মসজিদে হামলা চালিয়ে মুসলিমদের হত্যার পরিকল্পনায় একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কঠোর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) অধীনে তাকে গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের হামলার বর্ষপূর্তিতে এই হামলার পরিকল্পনা করেছিল ওই কিশোর।আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থী ভারতীয় বংশোদ্ভূত একজন প্রটেস্টান্ট খ্রিস্টান। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আইনের অধীনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এই কিশোর সবচেয়ে কম বয়সী। তারা জানিয়েছে, ‘চরম-ডানপন্থী মতাদর্শে’ অনুপ্রাণিত এই কিশোরকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে।ওই কিশোরকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ছিলেন। তিনি দুটি মসজিদে চাপাতি দিয়ে মুসলিমদের ওপর সন্ত্রাসী হামলা চালাতে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে রেখেছিলেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইএসএ আইনের আওতায় বিচার ছাড়াই যে কাউকে বন্দি করা যায়।সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কিশোরের বাড়ি উত্তরাঞ্চলীয় সিঙ্গাপুরে। তিনি তার বাড়ি কাছাকাছি অবস্থিত আসসায়াফাহ মসজিদ এবং ইউসুফ ইসহাক মসজিদে হামলার পরিকল্পনা করেছিলেন। এমনকি হামলা লাইভ-স্ট্রিম করারও পরিকল্পনা ছিল ওই কিশোরের। তবে গ্রেপ্তার হওয়ার কিশোরের পরিচয় সম্পর্কে কিছু জানায়নি সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Share.