সোমবার, জানুয়ারী ২০

নিখোঁজের একদিন পর পুকুর থেকে শ্রমিকের লাশ উদ্ধার

0

বাংলাদেশ থেকে জয়পুরহাট প্রতিনিধি: নিখোঁজের একদিন পর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকায় একটি পুকুর থেকে হাসানুর (২৬) নামে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। নিহত শ্রমিক পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রবিবার সকাল ১০টার দিকে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন বলেন, নিহত ওই শ্রমিক ভীমপুর এলাকার নুরুজ্জামান নামে এক ব্যক্তির মুরগির ফার্মে কাজ করত। গতকাল (শনিবার ৪ জুন) দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে ভোরবেলা ভীমপুর এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখলে স্থানীয়রা আমাকে ফোন দেয়। পরে বিষয়টি আমি পুলিশকে জানাই। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করেছে।

 

Share.