সোমবার, ডিসেম্বর ২৩

নিখোঁজের চার দিন পর হাত বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: যাত্রাবাড়ী এলাকা নিখোঁজের চার দিন পর হাত বাঁধা অবস্থায় নয়ন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।নিহত ব্যাটারি চালিত অটোরিক্সা চালক ছিল। শনিবার  (১৮ মে) বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নওশের আলী জানান, আমরা খবর পেয়ে মাতুয়াইল গ্রীন মডেল টাউনের বাউন্ডারি ভিতরে ছনক্ষেত থেকে তার হাত, পা, মুখ, বাঁধা অবস্থায় পচনশীল মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পেরেছি গত (১৪ মে) বাসা থেকে দুপুরে খাবার খেয়ে টুটুলের রিক্সার গ্যারেজে চলে যায় ওইখান থেকে রিক্সা নিয়ে সে বের হয়।পরে আর ফিরে আসে না আমরা (১৮ মে) বিকেলের দিকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করি পরে মরদেহ মর্গে পাঠানো হয়। তিনি জানান, আমাদের ধারণা পূর্ব শত্রুতায় সন্ত্রাসীরা তাকে হত্যার পরে। ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে যায়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি। পরে অটোরিকশাটি পাওয়া গেলেও কিছু যন্ত্রঅংশ খোয়া গেছে বলেও জানান তিনি। নিহতের বাবা বাবুল মিয়া জানান, আমার ছেলের কোন শত্রু ছিল কিনা আমি জানিনা আমি আমার ছেলের মৃত্যুর সঠিক বিচার চাই বলে কাঁদতে লাগলো। আমাদের গ্রামের বাড়ি, শরীয়তপুর জেলার জাজিরা থানার উত্তর কালনগর এলাকায়। বর্তমানে আমার ছেলে যাত্রাবাড়ী শেখদী মল্লিক ভিলায় ভাড়া থাকতেন। আমার ছেলের সাত মাসের ইয়ামিন নামের একটি সন্তান রয়েছে স্ত্রী তমা আক্তার ওরা তিন ভাই সে ছিল সবার মধ্যে বড়।

Share.