মঙ্গলবার, ডিসেম্বর ২৪

নিখোঁজ বিএনপির দুই নেতাকে খুঁজে বের করতে হাইকোর্টের নির্দেশ

0

ঢাকা অফিস: বগুড়ার বিএনপির ২ নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন গত ১৩ দিন ধরে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তারা কোথায় আছে, কী অবস্থায় আছে এ বিষয়ে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৪ জানুয়ারি আইজিপিকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি তাদের কেনো আদালতে হাজির করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। রুলে তারা বলেছেন, রাষ্ট্রের নাগরিক ২ জন নিখোঁজ। এ বিষয়ে বিলম্ব করা যাবে না। নিখোঁজ দুই নেতার পরিবারের আইনজীবী কায়সার কামাল জানান, ১৪ ডিসেম্বর বিকেলে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি এলাকা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন আনোয়ার হোসেনকে তুলে নেয়। তিনি কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক। একই দিন রাতে বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে র‍্যাব পরিচয়ে তুলে নেয়া হয়। এরপর থেকে দুজনের কোনো হদিস মিলছে না। নিখোঁজ দুই নেতার নামে কোন মামলা নেই বলেও দাবি পরিবারের।

Share.