মঙ্গলবার, ডিসেম্বর ২৪

নিজেদের পোশাকের জন্য সমালোচনার মুখে অক্ষয়-রানি

0

বিনোদন ডেস্ক: আবারও সমালোচনার মুখে পড়লেন অক্ষয় কুমার। ‘হাউজফুল ৪’ এবং ‘গুড নিউজ’-এ অভিনয়ের সময় একই টিশার্ট পরপর দুবার পরায় ট্রোলের মুখে পড়ে যান বলিউডের এই অভিনেতা। শুধু তাই নয়, ‘হাউজফুল ৪’ এবং ‘গুড নিউজ’-এর ট্রেলারের ক্লিপিংস কেটে একসঙ্গে দুটি ছবি জুড়ে কটাক্ষ করা হচ্ছে আক্কিকে। যদিও কড়া সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা মন্তব্য করেননি অক্ষয়। বর্তমানে ‘গুড নিউজ’-এর প্রমোশনে ব্যস্ত তিনি। এই সিনেমায় করিনা কাপুর খান, দলজিত সিং এবং কিয়ারা আদভানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয়। ‘গুড নিউজ’-এর প্রমোশনের পাশাপাশি বর্তমানে ‘বচ্চন পান্ডে’ নামক আরও একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয়। এদিকে শুধু অক্ষয় একাই নন, একই পোশাকের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রানি মুখার্জিকেও। সম্প্রতি বিবাহবার্ষিকীতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি পাঞ্জাবি পরেন রণবীর সিং। ওই ঘটনার কয়েকদিনের মধ্যে রানি মুখার্জিকেও একই ডিজাইনের সালওয়ার পরতে দেখা যায় একটি পার্টিতে। এরপরই ট্রোলের মুখে পড়েন তিনি। রণবীরের মতো একই ডিজাইনের এবং রঙের পোশাক রানি কেন পরেছেন সে নিয়ে প্রশ্ন শুরু করেছেন অনেকে।

Share.