ডেস্ক রিপোর্ট: দক্ষিণ খেরসন অঞ্চলের বেসামরিকরা ইউক্রেনেরই গোলাগুলিতে হাতাহত হয়েছে। রবিবার রাশিয়া এই অভিযোগ করে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে দক্ষিণ এবং পূর্ব ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সেসময় অবরুদ্ধ মারিওপোলের আজভস্টাল থেকে বেসামরিকদের সরানো হয়। নয় সপ্তাহের হামলার পরেও রাজধানী কিয়েভ দখল করতে না পারায় দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের শহরের দিকে মনোযোগ দেয় রাশিয়া। এ অঞ্চলের শহরগুলো রুশ হামলায় চরমভাবে বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার বেসামরিক নিহত হয়েছে এবং ৪০ লাখের বেশি মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হছে বলে জানিয়েছে রয়টার্স। রুশ বাহিনী খেরসন দখলে নিয়ে অধিভুক্ত উত্তর ক্রিমিয়া থেকে ১০০ কিলোমিটার দূরে তাদের জায়গা দিয়েছে। ইতোমধ্যে আজভ সাগরের কৌশলগত বন্দর মারিওপোলের বেশিরভাগ জায়গা দখলে নিয়েছে রুশ সেনারা। রশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, খেরসন অঞ্চলের কিসেলিভকা এবং শায়রোকা বলকা গ্রামের একটি স্কুল, কিন্ডারগার্টেন এবং কবরস্থানে গোলা বর্ষণের জন্য ইউক্রেনই দায়ি। মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত জানায়নি। তবে প্রতিবেদনের পর ইউক্রেন থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।