বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

নিজ দেশের তৈরি টিকা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খামেনেয়ী

0

ডেস্ক রিপোর্ট: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশটিতে তৈরি হওয়া করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছেন। ‘কোভ-ইরান বারাকাত’ নামের ওই টিকা ইরানের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল। সব ট্রায়াল শেষে সম্প্রতি এই টিকা প্রদানের অনুমতি মিলেছে।টিকা নেয়ার পর খামেনেয়ী বলেন, প্রথমত আমি বিদেশি কোনও টিকা নিতে ইচ্ছুক ছিলাম না। এ কারণেই টিকা নিতে পীড়াপীড়ির পরও আমি ইরানি টিকার জন্য অপেক্ষা করেছি। নিজ দেশে টিকা তৈরি ইরানের জাতীয় গর্ব বলেও উল্লেখ করেন তিনি। এই গর্বকে যথাযোগ্য সম্মান জানানো সব ইরানির উচিত বলে মন্তব্য করেন খামেনেয়ী।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও বলেন, দেশের ভেতরেই যখন রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ রয়েছে তখন আমরা কেন সেই সুযোগকে কাজে লাগাবো না? তবে প্রয়োজনে বিদেশি টিকা নেয়ার মধ্যে দোষের কিছু নেই বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।ইরানি ভ্যাকসিন কোভ-ইরান বারাকাত তৈরির ক্ষেত্রে যেসব তরুণ বিজ্ঞানী ও গবেষক নিজেদের শ্রম ও মেধা দিয়ে জাতিকে সম্মানিত করেছেন এবং যারা এই ভ্যাকসিন উৎপাদনে কাজ করে যাচ্ছেন তাদেরকে ইরানের সর্বোচ্চ নেতা আন্তরিক ধন্যবাদ জানান।কোভ-ইরান বারাকাত ভ্যাকসিন ব্যবহারের লাইসেন্স পাবার মধ্য দিয়ে ইরান করোনার টিকা প্রস্তুতকারী বিশ্বের ছয়টি দেশের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে।

Share.