শুক্রবার, ডিসেম্বর ২৭

নিজ নিজ দেশের নাগরিকদের ভ্রমণ সহজ করতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ও ভারত

0

ডেস্ক রিপোর্ট: নিজ নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সহজ করতে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও ভারত সরকার। দ্বিপাক্ষিক ও পুনরায় পরীক্ষিত ভ্রমণ সংক্রান্ত বিধিমালা আরও শক্তিশালী করার মধ্য দিয়ে উভয় দেশের নাগরিকদের জন্য পাশ্ববর্তী দেশে ভ্রমণ আরও সহজ করা হচ্ছে। এক্ষেত্রে উভয় দেশই নিজ নিজ জনগণের মাঝে বিনিময়ের ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। গতকাল বুধবার (২৯ মে) ভারতের রাজধানী নয়া দিল্লীতে ভারত ও বাংলাদেশের দূতাবাসের মধ্যকার চতুর্থ ধাপের আলোচনায় এসব বিষয় তুলে ধরা হয়। আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুগ্ম সচিব ড আমান পুরি, এবং বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক রকিবুল হক। বাংলাদেশ ও ভারতের মাঝে কনস্যুলার, ভিসা ও পারস্পরিক আইনী সহায়তা নিশ্চিতের লক্ষ্যে ২০১৭ সাল থেকে এই আলোচনা শুরু হয়েছে। পরবর্তী আলোচনা একটি সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।

Share.