নির্বাচনী ইশতেহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ ও উন্নয়নকে গুরুত্ব দেওয়ার আহ্বান

0

ঢাকা অফিস:সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য নির্বাচনী ইশতেহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয় অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন।বৃহস্পতিবার (২০ মার্চ) তিনি জাতীয় এসডিজি রিপোর্ট (ভিএনআর) ২০২৫ এর অধিবেশনে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। এছাড়া, এসডিজি বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগণের মুলধারায় অন্তর্ভুক্তির জন্য বাড়তি সুবিধা দেয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে মন্তব্য করেন তিনি।ড. ভট্টাচার্য বলেন, যে সংস্কারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতি হবে না, সে সংস্কারের দরকার নেই। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারে যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয় অন্তর্ভুক্ত না করা হয়, তবে কোন সংস্কার গ্রহণযোগ্য হবে না।নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বিশেষভাবে সমতলের ক্ষুদ্র জাতিসত্তা ও দলিতরা শিক্ষাক্ষেত্রসহ সামাজিকভাবে অনেক কম সুযোগ-সুবিধা ভোগ করেন। এ পরিস্থিতিতে বক্তারা দাবি করেছেন, প্রান্তিক জনগণের জন্য কাঙ্ক্ষিত সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোকে এসডিজি ইস্যুগুলোকে প্রাধান্য দিতে হবে। এসডিজি বাস্তবায়নের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে পিছিয়ে পড়া জনগণকে মূলধারায় আনতে সহায়ক ভূমিকা পালন করা যায়।

Share.