মঙ্গলবার, ডিসেম্বর ২৪

নির্বাচনের আগে কোনো দলের সাথে আর সংলাপের সুযোগ নেই: আনিছুর রহমার

0

ঢাকা অফিস: নির্বাচনের আগে কোনো দলের সাথে আর সংলাপের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমার। এসময় তিনি সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানান। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কেউ রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় থাকতে চায় না। আমরা আশা করি রাজনৈতিক অস্থিরতা সমাধান হয়ে যাবে। ভোটারদের নিরাপত্তার জন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। ভোটারদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সামগ্রিক বিষয় চিন্তা ভাবনা করে আমরা ব্যবস্থা নেবো। আমরা আশা করি একটা ভালো পরিস্থিতি হবে। কমিশনার বলেন, নির্বাচনে এখন পর্যন্ত বড় বাধা রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সামনে সমঝোতা হতেও পারে নাও হতে পারে। আমরা কমিশন থেকে বলবো নিবন্ধিত সবাই যাতে ভোটে অংশগ্রহণ করে।

Share.