ঢাকা অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ শতাংশের বেশি মানুষ ভোট দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। শনিবার(২৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কালো পতাকা মিছিলে যোগ দিতে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ উপনিবেশিক পন্থায় দেশকে বিভাজিত করে প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছে। অপরদিকে, সদ্য সমাপ্ত নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন নয় বরং লুটপাট, দুর্নীতি, অত্যাচার ও নির্যাতনের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত ও রাশিয়ার সরকার। আজকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পথে, আমাদের বর্ডার গার্ডের গুলি করার অধিকার নাই। দেশের মানুষ যদি সার্টিফিকেট না দেয়, বিদেশের সার্টিফিকেট দিয়ে সরকারের বৈধতা প্রমাণ করার কোনো সুযোগ নাই।
নির্বাচনে ৭ শতাংশের বেশি মানুষ ভোট দেয়নি: মঈন খান
0
Share.