রবিবার, নভেম্বর ২৪

নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে আইনশৃঙ্খলা রক্ষায় বি‌জি‌বি স‌র্বোচ্চ সতর্ক অবস্থায় থাক‌বে: মহাপ‌রিচালক

0

ঢাকা অফিস: নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে আইনশৃঙ্খলা রক্ষায় বি‌জি‌বি স‌র্বোচ্চ সতর্ক অবস্থায় থাক‌বে ‌ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বি‌জি‌বি মহাপ‌রিচালক এ কে এম নাজমুল হাসান। একইস‌ঙ্গে নির্বাচ‌নের সময় সীমান্ত দি‌য়ে যেন কোনো অবৈধ অস্ত্র ঢুকতে না পা‌রে সে বিষ‌য়ে সব ধর‌নের ব‌্যবস্থা নেয়া হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি। আজ মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নি‌য়ে এসব কথা ব‌লেন তি‌নি। ১৯৭৩ সা‌লে পিলখানায় প্রথম সমাপ‌নী কুচকাওয়াজ অনু‌ষ্ঠিত হয় তখনকার বি‌ডিআর বর্তমা‌নের‌ বি‌জি‌বির। ১৯৭৪ সা‌লে অংশ নি‌য়েছি‌লেন বঙ্গবন্ধু শেখ ম‌জিবুর রহমান। সম‌য়ের প‌রিক্রমায় আজ ১০০তম সমাপনী কুচকাওয়াজ অনু‌ষ্ঠিত হ‌লো চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে। এর মধ্যে দিয়ে, নিরলস পরিশ্রম আর কঠোর প্রশিক্ষণের মধ্যে যাত্রা শুরু করলো বর্ডার গার্ডের নবীন সৈনিকেরা। শপথ নেন ৩৮ জন নারীসহ ৫৮২ জন নবীন সৈনিক। শপথ গ্রহণের মধ্য দিয়ে সৈনিকেরা অঙ্গীকার করেন, এই বাংলাকে যে কোন শত্রুর হাত থেকে রক্ষা করার। প্রশিক্ষণে কৃতিত্বের সঙ্গে শেষ করায় চারজনকে শ্রেষ্ঠ সৈনিক হিসেবে পুরস্কৃত করেন বিজিবি প্রধান। এরপর বিজিবি প্রধান নবীন সৈনিকের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল থেকে দেশ ও জাতিকে সবধরনের বিপদে এগিয়ে আসতে হবে। প‌রে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে তিনি বলেন, নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থায় থাক‌বে ‌বি‌জি‌বি। এসময় সীমান্ত দি‌য়ে যেন কোনো অ‌বৈধ অস্ত্র ঢুকতে না পা‌রে সে বিষ‌য়ে সবধর‌নের ব‌্যবস্থা নেয়া হ‌য়ে‌ছে ব‌লেও জানান বি‌জি‌বি মহাপ‌রিচালক। মিয়ানমা‌রে চলমান অস্থিরতার বিষ‌য়ে বাংলা‌দেশ নজর রাখ‌ছে ব‌লেও জানান তি‌নি।

Share.