নির্বাচন নিয়ে দেশে যে বির্তক দেখা দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত: সিইসি

0

ঢাকা অফিস: নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। দ্বাদশ সংসদ নির্বাচনে সংশ্লিষ্টদের সাহস ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার (২৭ নভেম্বর) নগরীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে যে বির্তক দেখা দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত। বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলে আছে দেশ। সিইসি বলেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হব। বিতর্ক হবে না, এমন ফলাফল চায় নির্বাচন কমিশন। তবে আমরা অবশ্যই সফল হব। আমরা দেখতে চাই গ্রহণযোগ্য ভোট। আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন। নির্বাচন কমিশন কোনো অস্বচ্ছতা চায় না উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন ভালো হলে জনগণ ভালো বলুক, কারচুপি হলে সেটিই বলা হোক। তিনি বলেন, জনগণ ভালো বললেই সেটি হবে গ্রহণযোগ্য ভোট।

Share.