মঙ্গলবার, ডিসেম্বর ২৪

নির্বাচন বাস্তবায়ন একার পক্ষে সম্ভব না, এজন্য স্তরে স্তরে লোকের প্রয়োজন: ইসি রাশেদা

0

বাংলাদেশ থেকে লালমনিরহাট প্রতিনিধি: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন বাস্তবায়ন একার পক্ষে সম্ভব না। এজন্য স্তরে স্তরে লোকের প্রয়োজন। মাঠের পরিবেশ তৈরি করা হচ্ছে এজন্য নির্বাচনে আপনারাই গুরুত্বপূর্ণ অংশ। আপনারা না থাকলে যেমন ভোটের গুরুত্ব নেই তেমনি ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি স্তরেই কাজ করছে জানিয়ে তিনি বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। শুক্রবার (২৯ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া অপরাধের ধরন বুঝে প্রার্থীদের সাজা দেওয়ার কথাও জানান রাশেদা সুলতানা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। এ কার্যক্রম আরও জোরদার হচ্ছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা হবে। মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ৭ জানুয়ারির নির্বাচনে লালমনিরহাট জেলার ৩ টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত সকল প্রিসাইডিং কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

Share.