রবিবার, নভেম্বর ২৪

নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই এবং যেকোনো উপায়ে তা নিশ্চিত করতে হবে: কাদের

0

ঢাকা অফিস: ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি-তে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো বিকল্প নেই এবং যেকোনো উপায়ে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনকে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য করতে এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারও নির্বাচনে জয়ী হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে আপোষ করার সুযোগ নেই। তারা এখন নির্বাচন কমিশনের অধীনে। জাতীয় পার্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচন বর্জন করতে পারে এমন কোনো শঙ্কা নেই। এসময় অস্থির না হয়ে সবাইকে শেষ পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি। এসময় ঝটিকা মিছিলের মধ্য দিয়ে চলমান বিএনপির প্রতিবাদকে তার দল কোনো গুরুত্ব দিচ্ছে না বলেও জানান তিনি।

Share.