মঙ্গলবার, ডিসেম্বর ২৪

নির্বাচিত হলে ৯০ দিনে মৌলিক চাহিদা নিশ্চিত করবে: তাপস

0

ঢাকা অফিস: আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে নাগরিকদের সব মৌলিক চাহিদা নিশ্চিত করব। সিটি করপোরেশন হবে দুর্নীতিমুক্ত। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের মানিকনগর বাসস্ট্যান্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরুর সময় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আশা করছি উন্নত ঢাকা গড়ার পথে নবসূচনা হবে। আপনাদের সঙ্গে নিয়ে সুন্দর ও ঐতিহ্যবাহী ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়নে তিন বছর শুধু সিটি করপোরেশন কাজ করবে। অন্য কোনো সংস্থাকে কাজ করতে দেয়া হবে না।

Share.