শুক্রবার, ডিসেম্বর ২৭

নির্মাণাধীন ভবনের আট তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0

ঢাকা অফিস: রাজধানীর কদমতলীর মাতুয়াইল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আট তলা থেকে পড়ে মোঃ শাহ আলম (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(১৫ নভেম্বর) সকাল এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের সহকর্মী মোঃ বাদশা জানান, আজ সকালে আমরা নির্মাণাধীন ভবনের অষ্টম তলার ছাদে ফিনিশিং এর কাজ করছিলাম। হঠাৎ সে অসাবধানতাবশত আট তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার আমতলী থানা এলাকায়। বর্তমানে, নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুলের পাশে থাকতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.