বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

নির্মাতা রাজীবের সঙ্গে মেহজাবিনের ভিডিও ভাইরাল

0

বিনোদন ডেস্ক: মেহজাবিন চৌধুরী, কখনও নিজের প্রেম, বিয়ে বা সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে গত পাঁচ-ছয় বছর ধরেই মেহজাবিনের সঙ্গে নির্মাতা রাজীবের প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন চালু রয়েছে। এবার একটি ভিডিও ভাইরাল অনলাইনে। ভিডিওটিতে দেখা যায়, বসুন্ধরা সিটি শপিংমলে একসঙ্গে ঘুরছেন মেহজাবিন ও রাজীব। জানা যায়, গত শুক্রবার বসুন্ধরা শপিংমলে আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখেছেন অনেক ভক্ত। দূর থেকে তাদের ছবি তুলেছেন কেউ কেউ। শুধু তাই নয়, তাদের ঘোরাঘুরি করার ভিডিও ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সেগুলো ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায়।

প্রসঙ্গত, যতবারই মেহজাবিন ও রাজীব প্রসঙ্গ উঠে এসেছে বরাবরই তারা দুজন তা অস্বীকার করে এসেছেন। এর আগে কয়েক মাস আগেই আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবিনের মোনাজাতরত অবস্থায় একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায় মোনাজাতরত অবস্থায় রয়েছেন মেহজাবিন ও নির্মাতা আদনান আল রাজীবসহ আরও বেশ কয়েকজন শোবিজ সংশ্লিষ্ট ব্যক্তি। তখন তাদের বিয়ের গুঞ্জন মাথা চাড়া দিয়ে ওঠে। ওই সময় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, মেহজাবিন ও আদনান আল রাজীব বিয়ে করেছেন। তবে এ বিষয়ে মুখ খোলেননি তারা।

Share.