নিলামে উঠছে ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ ম্যাচের জার্সি

0

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা পৃথিবী ছেড়ে গেছেন ঠিকই, কিন্তু এখনও তিনি রয়ে গেছেন ফুটবলপ্রেমীদের মনে। ব্যক্তি ম্যারাডোনার মৃত্যু হলেও নানা খবরের মধ্য দিয়ে ফিরে ফিরে আসেন ভক্তদের মাঝে। এবার নিজের প্রথম ব্যবহৃত জার্সি নিলামের খবর দিয়ে আবারও খবরের শিরোনামে ম্যারাডোনা। ১৯৮২ সালের ১৩ জুন বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন। প্রতিপক্ষ ছিল বেলজিয়াম।বিশ্বকাপে ম্যারাডোনার প্রথম ম্যাচ খেলার জার্সিটি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছে আয়োজকরা। নিলাম আয়োজকদের আশা, ম্যারাডোনার জার্সির দাম দেড় থেকে দুই লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। প্রয়াত কিংবদন্তির জার্সিটি পেতে এরইমধ্যে সাড়া পড়ে গেছে।জার্সিটিতে ম্যারাডোনার অটোগ্রাফ আছে। আর নিলামে ওঠার আগেই গোটা বিশ্বজুড়ে উন্মাদনা শুরু হয়ে গেছে। নিলাম আয়োজনকারী সংস্থা নিউ জার্সির ‘গট্টা হ্যাভ রক অ্যান্ড রোল’-এর কর্মকর্তা অ্যালেক্স ম্যাকনিকল বলেন, ‘এরকম ঐতিহাসিক জিনিস খুব একটা আমাদের হাতে আসেনি। ভবিষ্যতে আসবে কিনা আমরা নিশ্চিত নই। বিশ্বকাপ ফুটবলে ম্যারাডোনার অবদান অনেক। এই জার্সি গায়ে জড়িয়ে মাঠের দাপট শুরু হয়েছিল ম্যারাডোনার। এটি বেশ ঐতিহ্যপূর্ণ জিনিসি।’জানা যায়, নিলামে ঐতিহাসিক জার্সিটির ভিত্তিমূল্য রাখা হয়েছে ৬৫ হাজার মার্কিন ডলার।গেল বছরের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনা ৪টি বিশ্বকাপে খেলেছেন। তার নেতৃত্বে ১৯৮৬ বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Share.