বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

নিহতদের পরিবার পাবে ১ লাখ ২৫ হাজার করে টাকা

0

ঢাকা অফিস: কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবুও রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও আহতদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হবে।

Share.