ডেস্ক রিপোর্ট: বড় কন্টেইনার ভর্তি জাহাজ আটকে যান চলাচল বন্ধ হয়ে গেছে সুয়েজ খালে। নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি আটকে গেলে দুইদিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সময় মঙ্গলবার সুয়েজের উত্তরদিকের এক ঘাঁটিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এই পথটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরের সংযোগস্থল। এছাড়া এটি এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী সবচেয়ে সংক্ষিপ্ত নৌরুট। ‘দ্য এভার গিভেন’ নামের এই জাহাজটি লম্বায় প্রায় ৪০০ মিটার এবং ৫৯ মিটার চওড়া। পানামায় রেজিস্টারকৃত জাহাজটি চীন থেকে ভূমধ্যসাগর হয়ে নেদারল্যান্ডের রটারডাম বন্দরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সুয়েজ খালে আটকে পড়ে। জাহাজটির উদ্ধারকাজ চলছে। তবে উদ্ধার কাজে কয়েকদিন সময় লাগতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার সমুদ্রবিষয়ক ইতিহাসবিদ ডঃ সাল মারকগ্লিয়ানো বিবিসিকে বলেন, এটি একটি বিরল ঘটনা। বিশ্বব্যাপী বানিজ্যের জন্য এটি একটি বড় বিপত্তি। তিনি আরও জানান, সুয়েজ খালে আটকে যাওয়া এটিই সবচেয়ে বড় জাহাজ। সুয়েজ খাল কর্তৃপক্ষের বরাত দিয়ে কায়রো ২৪ জানায়, জোয়ারের সময়ও এটিকে উদ্ধার করা না গেলে খালের দুপাশের বালি সরিয়ে একে উদ্ধার করতে হবে। তা হবে সময়সাপেক্ষ। উল্লেখ্য, সুয়েজ খালের দৈর্ঘ্য প্রায় ১৯৩ কিলোমিটার। ২০১৫ সালে, মিশর সরকার প্রায় ৩৫ কিলোমিটার এলাকা খনন করে একে ভারী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজ আটকে, সুয়েজ খালে তীব্র যানজটের সৃষ্টি
0
Share.