শুক্রবার, জানুয়ারী ২৪

নিয়োগ দুর্নীতির ৪০ লাখ টাকা ফেরত দিলেন নায়ক বনি সেনগুপ্ত

0

বিনোদন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোয় কয়েক দিন ধরে বেশ বিতর্কের মুখে রয়েছেন ওপার বাংলার নায়ক বনি সেনগুপ্তর। গ্রেপ্তার হওয়া হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে গাড়ি কেনার জন্য ৪০ লাখ টাকা নিয়েছিলেন তিনি। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট- ইডি। গত মঙ্গলবার ইডির অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনি বলেন, ‘টাকা তো আমার। ফেরত দেব কেন?’ তবে দুদিন না যেতেই সেই ৪০ লাখ টাকা ইডিকে ফেরত দিয়েছেন অভিনেতা। জিজ্ঞোসাবাদে ইডিকে নাকি তিনি কথা দিয়েছিলেন। সে কথা রেখেছেনও। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাতে ইডির অ্যাকাউন্টে টাকা জমা করেন বনি। এর আগে জেরায় কুন্তল ইডিকে জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতির ৪০ লাখ টাকা তিনি অভিনেতা বনিকে দিয়েছিলেন। এর পরই সিজিও কমপ্লেক্সে দুই দফায় জেরা করা হয় বনিকে। সেখানে প্রশ্ন করা হয়েছিল বনির বিদেশযাত্রা অর্থের উৎস নিয়েও। এদিকে বনি ইডির কাছে স্বীকার করেন, কুন্তলের দেওয়া ৪০ লাখ টাকায় তিনি গাড়ি কিনেছিলেন। তার দাবি, ২০১৭ সালে কুন্তলের দেওয়া সেই টাকা তিনি সরাসরি নেননি। গাড়ির শোরুমে টাকাটা পাঠানো হয়েছিল। বনি জানান, গাড়ি কেনার টাকা নেওয়ার বদলে পরবর্তীতে বিনা পারিশ্রমিকে তিনি কুন্তলের বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকেছেন। ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যাংকের নথি থেকেই বনির সঙ্গে তার আর্থিক লেনদেনের বিষয়টি উঠে এসেছিল। পরে বনি কুন্তলের সঙ্গে তার লেনদেনের বিষয়টি স্বীকার করে নেন। ইডির সন্দেহ ছিল, বনির মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা পাচার হয়ে থাকতে পারে। এদিকে জেরার মুখে নাকি বনি কেঁদে ফেলেছিলেন। ৪০ লাখ টাকা কীভাবে ফেরত দেবেন, তা নাকি তিনি ভেবে উঠতে পারছিলেন না। তবে বৃহস্পতিবার রাতে সেই টাকা ফেরত দিলেন টলিউড অভিনেতা।

Share.