নীলফামারীতে ৭৬ চিকিৎসকের যোগদান

0

ঢাকা অফিস: নীলফামারী জেলায় নতুনভাবে যোগদান করেছেন ৭৬ জন নিবন্ধিত চিকিৎসক। আজ সোমবার নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা। ওই ৭৬ জন চিকিৎসক জেলার ছয় উপজেলার কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে কাজ করবেন। এরমধ্যে নীলফামারী সদরে ১৩ জন ও বাকি ৬৩ জন একইভাবে অন্য উপজেলায় দায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন এ জেলায় সরকারী হাসপাতালে যে চিকিৎসক সংকট ছিল তা এই ৭৬ জন চিকিৎসকের যোগদানে স্বাস্থ্যসেবার উন্নতি ঘটবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক নীলফামারীতে পোষ্টিংকৃত এই ৭৬ জন চিকিৎসককে জেলা স্বাস্থ্যবিভাগের পক্ষে আনুষ্ঠানিকভাবে বরন করে নিয়ে তাদের এ জেলার ছয় উপজেলার স্বাস্থ বিষয়ের উপর মাল্টিমিডিয়ার মাধ্যমে অবগত করা হয়।

Share.