নুসরাত বাদে যার কোলে মাথা রাখলেন যশ

0

বিনোদন ডেস্ক: সময়টা যে যশের দারুন যাচ্ছে তা তো বলাইবাহুল্য। প্রথমে হিন্দি প্রোজেক্ট ‘ইয়ারিয়া ২’ তাও আবার খোদ দিব্যা খোসলা কুমারের বিপরীতে। তারপরে একগুচ্ছ টলিউড ছবির কাজ। সব মিলিয়ে এইমুহুর্তে টলিউডের ব্যস্ততম অভিনেতা তিনি। এরমধ্যেই আরো একটা খবরে শোরগোল পড়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে। তিনি নাকি নুসরাতকে ছেড়ে অন্য কাউকে বলছেন ‘তোকে ছাড়া বাঁচবো না’। ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি দিতিপ্রিয়ার সঙ্গে ছবি করছেন বলে ব্যাপক ট্রোল হতে হয়েছিল এই অভিনেতাকে। মেয়ের বয়সী এক অভিনেত্রীর সঙ্গে কীভাবে রোম্যান্স করতে পারেন তিনি? ইন্ডাস্ট্রির রুচিবোধ কোথায় নেমে গেছে? এই প্রশ্নে উত্তাল হয়ে উঠেছিল নেটপাড়া। সেই আলোচনা শেষ হতে না হতেই আরো একবার লাইমলাইটে যশ। সূত্রের খবর, এই নতুন নায়িকা আর কেউ নন, টলি ডিভা প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি প্রিয়াঙ্কা সরকারের কোলে মাথা রেখে যশ বলছেন, ‘তোকে ছাড়া বাঁচবো না’। ভাবছেন ব্যাপারটা কী? জানিয়ে রাখি অফস্ক্রিন নয়, অনস্ক্রিনেই এমনটা ঘটেছে। রূপোলী পর্দায় প্রথমবারের জন্য প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নুসরাতের স্বামী। আর সম্প্রতি সেই ছবিরই পোস্টার সামনে এনেছে এই দুই তারকা। দেশে করোনা হানা দেওয়ার আগেই এই ছবির শ্যুটিং সেরেছিলেন দুজনে। তবে সেইসময় ছবির টাইটেল চূড়ান্ত করতে পারেনি নির্মাতারা। দীর্ঘদিন বাক্সবন্দী থাকার পর এবার ছবি মুক্তি দেওয়ার কথা চূড়ান্ত করেছেন পরিচালক সুজিত মন্ডল। ছবির পোস্টারে দেখা গেল, একটি সিঁড়িতে ক্যাজুয়াল পোশাকে বসে রয়েছে অর্জুন-হিয়া (যশ ও প্রিয়াঙ্কা)। হিয়ার কোলে মাথা দিয়ে আছে অর্জুন, আর অর্জুনের পিঠে হিয়া। পোস্টারের ক্যাপশনে লেখা- ‘ভালোবাসা যখন কোন বাধা মানে না, তখন মন বলে তোকে ছাড়া বাঁচবো না’। মূলত সমস্যায় জর্জরিত একটি প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিতে। আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে হিট করবে এ ছবিটি। পাশাপাশি যশকে খুব শীঘ্রই দেখা যেতে পারে এসকে মুভিজের দুটো প্রোজেক্টে। একটি ছবিতে তিনি জুটি বাঁধবেন স্ত্রী তথা প্রেমিকা নুসরাত জাহানের সঙ্গে।

Share.