বুধবার, জানুয়ারী ২২

নেইমারের বাগানে ১১৭ কোটি টাকার হেলিকপ্টর

0

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। বিশ্বে তার হাজার হাজার ভক্ত, অনুসারি রয়েছে। সেই ভক্ত ও অনুসারিদের চমকে দিতে এবার ইনস্টাগ্রামে নতুন এক ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ক্রয়কৃত নতুন একটি হেলিকপ্টরের ছবি প্রকাশ করেছেন নেইমার। প্রকাশিত ছবিটিতে ৫ মিলিয়নের বেশি লাইক পড়েছে।ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোয় নিজের বাড়ির সামনের বাগানে হেলিকপ্টারের পাশে ছবি তুলেছেন। মার্সিডিস ব্রান্ডের এই হেলিকপ্টরটি তিনি ১০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১১৭ কোটি টাকা খরচ করে ক্রয় করেছেন।

Share.