মঙ্গলবার, ডিসেম্বর ২৪

নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা!

0

স্পোর্টস ডেস্ক: নিজেদের মাঠে শনিবার গেটাফের সঙ্গে যখন লড়াই করছিল বার্সেলোনা, তখন ক্লাবটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে চমকে যাওয়ার মতো এক পোস্ট করা হয়। যেখানে লেখা হয়– ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। এমন খবরে মুহূর্তের মধ্যে সাড়া পড়ে যায় ফুটবলবিশ্বে। এমনিতেই চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে নেইমার। তাকে বিশ্রামে রেখেছেন পিএসজি কোচ টমাস টুখেল। ১ ফেব্রুয়ারিতে চোট সেরে ওঠার কথা শোনা গেলেও শনিবার রাতে এমিয়েন্সের বিপক্ষে নামানো হয়নি তাকে। তাই বার্সেলোনার এমন টুইটে অনেকেই ধরে নিয়েছিলেন, নেইমার তা হলে মেসির সতীর্থ হতে যাচ্ছেন। তবে অল্প সময়ের মধ্যেই টুইটটি সরিয়ে ফেলে বার্সেলোনা। তবে এমন টুইট কেন করল কাতালান ক্লাব। জানা গেল, টুইটটি বার্সেলোনা কর্তৃপক্ষ থেকে করা হয়নি। মূলত ‘আওয়ার মাইন’ নামের একটি গ্রুপ বার্সেলোনার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড করেছিল। তারাই এই মিথ্যে খবর পোস্ট করে সেখানে। ওই পোস্টের কিছু পরই হ্যাকার গ্রুপ ‘আওয়ার মাইন অন্য টুইটে দাবি করে, বার্সেলোনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ের নয়। একটু বিচক্ষণতা নিয়ে কাজ করলেই হ্যাক করা যায় সেগুলো। এর পর কীভাবে অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা আরও বাড়ানো যায় সে তথ্য দেয় হ্যাকাররা। এর কিছুক্ষণ পর বেহাত হওয়া অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে ক্লাবটি। নিয়ন্ত্রণে এনেই টুইট দুটি মুছে দেয় তারা।

Share.