বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

নেইমারের সঙ্গে নেই এমবাপ্পেও

0

স্পোর্টস ডেস্ক: নেইমার যে থাকছেন না, সে ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন প্যারিস সেন্ত জার্মেই কোচ টমাস টুখেল। আমিয়েঁর বিপক্ষে লিগ ম্যাচে শুধু ব্রাজিলিয়ান তারকা নন, কিলিয়ান এমবাপ্পেকেও রাখেননি জার্মান কোচ। দলের সেরা দুই খেলোয়াড়কে ছাড়া আজ (শনিবার) রাতে আমিয়েঁর মাঠে আতিথ্য নেবে ফরাসি চ্যাম্পিয়নরা। পাঁজরের চোটে মাঠের বাইরে নেইমার। মঁপেলিয়েরের বিপক্ষে পাওয়া চোটে এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তাকে ছাড়াই অবশ্য বুধবার ফরাসি কাপে দিজোঁকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। এই ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন এমবাপ্পে। তবে আমিয়েঁরের বিপক্ষে ফরাসি তারকাকে দলে রাখেননি ‍টুখেল। চোটে নেইমারকে নিয়ে ঝুঁকি নেননি, তবে এমবাপ্পের না থাকার কারণ জানাননি পিএসজি কোচ। ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচের কথা চিন্তা করেই বিশ্রামে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে। মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে যাবে পিএসজি। গুরুত্বপূর্ণ ম্যাচের কথা মাথায় রেখেই এমবাপ্পেকে দলে রাখেননি জার্মান কোচ। ডর্টমুন্ড ম্যাচেও নেইমারকে নিয়ে সংশয় রয়েছে। টুখেল জানিয়ে রেখেছেন তেমনটাই। আমিয়েঁর ম্যাচে নেইমারের না থাকার ইঙ্গিত দিয়ে পিএসজি কোচ বলেছিলেন, ‘আঁমিয়েরের বিপক্ষে ওকে (নেইমার) নিয়ে কোনও ঝুঁকি নিচ্ছি না, এটা পরিষ্কার। অবশ্যই আমরা ওকে খেলাতে চাই। তবে সবসময় তো সেটা সম্ভব নয়। শনিবারের (আমিয়েঁর বিপক্ষে) ম্যাচ খেলতে না পারলে ডর্টমুন্ডে খেলার মতো অবস্থানে সে থাকবে না।’ ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেইয়ের চেয়ে অনেক এগিয়ে পিএসজি। ২৪ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারিসের ক্লাবটি। সমান ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৪৯।

Share.