বুধবার, জানুয়ারী ২২

নেইমার-এন্দ্রিক ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা

0

স্পোর্টস রিপোর্ট: ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এবং উঠতি তারকা এনদ্রিককে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। আগামী ১৫ নভেম্বর ভেনিজুয়েলা ও ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এদিকে নেইমারকে দলে না নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখনই তাকে দলে নেব না। তার ওপর অতিরিক্ত বোঝা এখনই চাপিয়ে দেবো না। সে প্র্যাকটিক্যালি পুরোপুরি সুস্থ খেলার জন্য। কিন্তু মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছে। যেটা এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।’ তিনি আরও বলেন, ‘সে দলে ফিরতে খুবই আগ্রহী। তবে, বাস্তবতাও মেনে নিয়েছে সে। অবস্থা হচ্ছে যে, মাঠে মাত্র সে ১৩ মিনিট কাটিয়েছে। আমরা তার ক্লাবের (আল হিলাল) প্রক্রিয়াকে সম্মান জানাই। তারা ধীরে ধীরে নেইমারকে ম্যাচে ফিরিয়ে আনছে। একটা খেলোয়াড় তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে, এটা তো আমাদেরও চাওয়া।’ যদিও নেইমারের জন্য এছাড়াও রয়েছে এর পেছনে রয়েছে আরও দুঃসংবাদ। এবার হলুদ জার্সি গায়ে মাঠে না নামতে পারায় নেইমারকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, অক্টোবরে এই দুই ম্যাচ খেলে ফেলার পর জাতীয় দলের আর কোনো ম্যাচ নেই। আগামী বছর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনও পর্যন্ত সব মিলিয়ে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন ১৮ বছর বয়সী তরুণ তারকা এনদ্রিক। এছাড়া সর্বশেষ চার ম্যাচে তাকে মাঠেই নামাননি কোচ আনচেলত্তি।

Share.