বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: আজ মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড়ে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামটি লণ্ডভণ্ড হয়ে গেছে। ধ্বিস্ত হয়েছে ১৫টি ঘর ছাড়াও অসংখ্য গাছপালা। জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কয়েক মিনিটের ঝড়ে অন্তত ১৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া উড়ে গেছে বেশকিছু ঘরের চালের টিন। ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা। ঝড়ের তাণ্ডবে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফল মাটিতে ঝড়ে পড়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সকালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে বলে জানান তিনি।