শনিবার, ডিসেম্বর ২৮

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

0

বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি:  জেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর এলাকায় আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধসহ একটি ট্রাক ভাংচুর করেছেন। নিহত শিশুটির নাম সোহাগ মিয়া (৬)। সে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের হেনু মিয়ার ছেলে। দুর্গাপুর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে সোহাগ কৃষ্ণেরচর এলাকায় বিরিশিরি-শ্যামগঞ্জ সড়ক পার হচ্ছিল। এ সময় শ্যামগঞ্জ থেকে বিরিশিরির দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ওই ট্রাকটি ভাংচুরসহ টায়ার জে¦লে সড়ক অবরোধ করে রাখে। ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত শিশুর পরিবারের মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

Share.