স্পোর্টস রিপোর্ট: সিডনিতে অনুষ্ঠিত সুপার টুয়েলভে দিনের দ্বিতীয় ম্যাচে নোদারল্যান্ডসের বিপক্ষে ৫৬ রানের বড় জয় পেয়েছে ভারত। ফলে এবারের আসরে টানা দ্বিতীয় জয় পেল রোহিত শর্মারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৯ রান তুলে ভারত। জবাবে খেলতে নেমে ১২৩ রানেই থামে ডাচদের ইনিংস। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। পাওয়ার প্লের ছয় ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তুলে একবারের চ্যাম্পিয়নরা। ১২ বলে ৯ রান করে আউট হন ওপেনার লোকেশ রাহুল। এরপর অবশ্য পিছু ফিরে তাকাতে হয়নি ভারতকে। দ্বিতীয় উইকেট জুটিতে চাপ সামলে দলীয় স্কোর বাড়াতে থাকেন রোহিত কোহলি। এ সময় দুজন মিলে তুলে ৭৩ রান। ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন রোহিত। ক্লাসের করা বলে আউট হওয়ার আগে তুলে ৫৩ রান। ৩৯ বলে খেলা ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত খেলে যান দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে তুলে নেন টানা দ্বিতীয় অর্ধশতক। ডানহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৬২ রানে। ৪৪ বলে খেলা তার ইনিংসটি তিনটি চার ও দুটি ছয়ে সাজানো। এদিকে ২৫ বলেই ফিফটি পূরণ করেন সূর্যকুমার। সাতটি চার ও একটি ছয়ে তুলেন ৫১ রান। রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা। ৯ বলে ১ রানে আউট হন ওপেনার বিক্রমজিৎ সিং। ১৬ রান করে করেন ম্যাক্স ওডুড ও ডি লিড। দলের হয়ে সর্বোচ্চ ২০ রানের ইনিংসটি খেলন টিম প্রিঙ্গল। আর সারিজ আহমেদ ১৬ ও পল ম্যাকারম্যান ১৪ রান করেন। এছাড়া ৯ রানে টম কুপার, ৫ রানে স্কট এডওয়ার্ডস, ৩ রানে ভ্যান বিক ও শূন্যরানে সাজঘরের পথ ধরেন ফ্রেড ক্লাসেন। ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বী সিং, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া একটি উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ সামি।
নোদারল্যান্ডসের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত
0
Share.