বাংলাদেশ থেকে নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পাওয়ারটিলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার বিকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নে খবির মিয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাওয়ারটিলারের চালক তমরদ্দি ৭নং ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬) তার সহযোগী একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রুবেল (২৫), আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)। আহত ব্যক্তিও একই এলাকার ইলিয়াছ। তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা বলছে, বিকালে খালি পাওয়ারটিলারটি তমরদ্দি থেকে ওচখালি আসার পথে খবির মিয়া বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ার সময় গাড়িটি উল্টে যাওয়ায় চালকসহ সবাই পাওয়ারটিলারের নিচে চাপা পড়ে। পরে এলাকাবাসীর সহযোগিতায় পানির নিচ থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত ইলিয়াছকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীম জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। গাড়িচাপায় পানিতে ডুবে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।