বুধবার, জানুয়ারী ২২

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ দোকান পুড়ে ছাই,আহত-৩

0

বাংলাদেশ থেকে নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা চরজব্বার ইউনিয়নের পরিষ্কার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৩টি দোকান। দোকানগুলোতে থাকা মালামাল আগুনে পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয় বাজার পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন জানান, বাজারের ব্যবসায়ী জসিম তার চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার, পেট্রোল ও অকটেন বিক্রি করতেন। অকটেন বিক্রির সময় অসাবধানতাবশত গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে প্রথমে তার শরীরে আগুন লেগে যায়। এরপর তার দোকান থেকে আগুন আশপাশের ৬টি দোকানে ছড়িয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- জসিম কনফেকশনারি, মের্সাস বাশার ফার্মেসি, বাসার স্টোর, ফারুক কসমেটিকস, মের্সাস আজিজুল হক স্টোর , আব্দুল হক এন্ড বার্দাস, মানিক মেম্বার এন্টারপ্রাইজ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হবে। সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নুর নবী জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জসিম উদ্দিন নামে এক চা দোকানদারসহ তিন জন আগুনে আহত হয়েছেন। এছাড়া ১টি দোকানের আংশিক ক্ষতি হয়।

Share.