বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

নৌকার পক্ষে প্রচারণায় যুবলীগ

0

ঢাকা অফিস: ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে দলের অন্যান্য অংগ সংগঠনের মতো মাঠে নেমেছে যুবলীগও। গতকাল ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ডে এ নির্বাচনে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জিয়াউর রহমান কোয়েলের নেতৃত্বে লালবাগ এলাকায় নৌকার পক্ষে প্রচারণা চালানো হয়েছে। এর আগের দিন মঙ্গলবার স্থানীয় যুবলীগ নেতাদের সঙ্গে নিয়ে এই ওয়ার্ডে প্রচার চালিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জানতে চাইলে জিয়াউর রহমান কোয়েল বলেন, আমি ২৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। এলাকায় আমার ব্যাপক সমর্থন থাকার পরেও শুধু দলীয় স্বার্থে আমি মনোনয়পত্র প্রত্যাহার করেছি। আমরা চাই যে কোন ভাবে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা জয়লাভ করুক। আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, গত ১৮ মাস আগে এই ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অনুষ্ঠিত উপনির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করে এলাকার মানুষের প্রচুর সমর্থন পেয়েছিলাম। প্রচুর ভোট পেয়েছিলাম। এবার শুধুমাত্র দলের বিজয় নিশ্চিত করতেই আমি ত্যাগ স্বীকার করেছি।

Share.