ন্যায়বিচার পাইনি, আপিল করবো: সাহেদ

0

ঢাকা অফিস: অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনার পর অভিযুক্ত সাহেদ করিম জানিয়েছেন, তিনি এই রায়ে সন্তুষ্ট নন। কারণ তিনি নির্দোষ। এজন্য উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি। এছাড়া তার আইনজীবীও জানিয়েছেন, তারা উচ্চ আদালতে যাবেন।সোমবার দুপুরে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত। রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নিয়ে যেতে প্রিজন ভ্যানে তোলা হলে সাহেদ বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। আমি হাইকোর্টে আপিল করব। আমি এটার সঙ্গে জড়িত না।’ দুপুর সাড়ে ১২টায় সাহেদকে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে আদালতে নিয়ে আসে পুলিশ। এসময় তাকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতের গারদ খানায় রাখা হয়। এরপর ১টা ৫৭ মিনিটে তাকে এজলাসে হাজির করা হয়। এরপর দুপুর ২টায় বিচারক রায় পড়া শুরু করেন। তারপর ২টা আট মিনিটে বিচারক এ রায় ঘোষণা করেন।সাহেদ নিজেকে নির্দোষ দাবি করলেও আদালত তার পর্যবেক্ষণে সাহেদকে প্রতারক হিসেবে উল্লেখ করেছেন। তিনি আদালতকে বিভ্রান্ত করেছেন জানিয়ে আদালত বলেছেন, এজন্য তিনি অনুকম্পা পেতে পারেন না।বিচারক বলেন, ‘আমার কাছে খুবই আশ্চর্যের বিষয় হলো, মামলাটি চলার সময়ে সাহেদ আদালতকে বলেন, ‘এই গাড়ি আমার না, এই গাড়ি আমি চিনি না’। কিন্তু পরবর্তী সময়ে জানতে পারলাম ২০ লাখ টাকা কিস্তিতে গাড়িটি কিনেছিলেন তিনি। এই ব্যাপারে একবারের জন্যও তার আইনজীবীরা কথা বলেন না। এটা খুবই অবাক করার কথা। তাই জানা সত্ত্বেও আদালতের কাছে সাহেদের মিথ্যা তথ্য দেয়া ও অস্ত্র গাড়িতে রাখার বিষয়টি প্রমাণিত হাওয়ায় সে কোনো অনুকম্পা পেতে পারে না।’ রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, ‘আমাদের এই সমাজে সাহেদের মতো আরও ভদ্রবেশী লোক রয়েছে। এই মামলায় রায় যাদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।’

Share.