নড়াইলে ১ লাখ ৬০ হাজার ১২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে

0
বাংলাদেশ থেকে নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের তিনটি উপজেলায় ১ লাখ ৬০ হাজার ১২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নড়াইল সিভিল সার্জন অফিসের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন।  নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকায় আগামি ১২ ডিসেম্বর হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। ২০২১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচী চলবে।   ৯ মাস বয়স থেকে ১০ বছরের নিচে শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হবে। মোট ১ হাজার ৩৯টি কেন্দ্রে এই টিকা দেয়া হবে।  এ সময় উপস্থিত ছিলেন-ডাক্তার সৈয়দ শফিক তমাল, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মোল্যা ফোরকান আলী, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট হারাধন চন্দ্র মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুল, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, এম মুনীর চৌধুরী, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ গণমাধ্যমকর্মীরা।  সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন বলেন, হাম-রুবেলা টিকা নেয়ার পর শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং নিউমোনিয়া ও ডায়রিয়ার জটিলতা দুর করে শিশু মৃত্যুর হার কমায়।
Share.